Astro Gour

0
0
Subtotal: 0.00

No products in the cart.

No products in the cart.

MARRIAGE PROBLEM

-: বিবাহ না হওয়ার যোগ : –

১ – রাশিচক্রের সপ্তম পতি দূর্বল, দুঃস্থানগত, বক্রী, শনি বা মঙ্গল দ্বারা যুক্ত বা দৃষ্ট হয়ে ষষ্ঠে বা সপ্তমে বা অস্টমে বা দশমে বা দ্বাদশে অবস্থান করলে বিবাহ না হওয়ার সম্ভাবনা থেকে থাকে।

২ – রাশিচক্রে সপ্তমে একাধিক পাপ গ্রহের অবস্থান বা দৃষ্টি থাকলে বা যুক্ত থাকলে বিবাহে বাধা হওয়ার সম্ভাবনা প্রবল।

৩ – সপ্তমে একাধিক পাপ গ্রহের অবস্থান অথবা দৃষ্টি বা যুক্ত অবস্থায় সপ্তম ভাব বা সপ্তম পতির সহিত চতুর্থ অথবা নবম অথবা একাদশ সহিত সম্পর্ক স্থাপিত হলে বিবাহ না করে অবৈধ সম্পর্কে জীবন কাটিয়ে থাকে।

৪ – রাশিচক্রে লগ্ন পতি নিচস্থ হয়ে ( ছেলেদের ক্ষেত্রে) শুক্রের সহিত যুক্ত হয়ে ষষ্ঠে বা দ্বাদশে শনি ও মঙ্গল দ্বারা পীড়িত হলে (মেয়েদের ক্ষেত্রে) চন্দ্র ও মঙ্গল নীচস্থ বা দুর্বল পাপগ্রহ দ্বারা পীড়িত হয়ে ষষ্ঠে বা দ্বাদশে থাকলে বিবাহ হয় না। বিশেষ করে বক্রী গ্রহ যুক্ত হলে।

৫ – রাশিচক্রে সপ্তম পতি গ্রহ যদি ক্লীব গ্রহ যুক্ত হয়ে অষ্টমে বা নবমে থাকলে অথবা সপ্তমে যদি চন্দ্র বা শুক্র বা বৃহস্পতির অবস্থান এবং দৃষ্টি না থাকলে চিরকুমার বা চিরকুমারী যোগ তৈরী করে কিংবা হোমো Sex – এ জড়াবে।

৬ – সপ্তমে বক্রী শনি যদি শুক্র যুক্ত বা শুক্রের নক্ষত্রে থাকলে জাতক পরনারীর সহিত সম্পর্কে সরাজীবন কাটিয়ে দিতে পারেন।

৭ – সপ্তমে অশুভ শুক্র+ রাহু বা শুক্র+মঙ্গল  অবস্থানে স্ত্রী ছাড়া পরসঙ্গী থাকার সম্ভাবনা প্রবল। একাধিক নারী ভোগ করিতে পারে। এই যোগ টি দ্বাদশে বা চতুর্থে থাকলে আরো প্রবল এই অশুভ ফল প্রদান করে থাকে।

৮ – সপ্তমপতি যদি বলবান ষষ্ঠ বা দ্বাদশ পতির বা ভাবে অবস্থানকারী গ্রহের নক্ষত্রে থাকলে বিবাহ হয় না।

৯ – দ্বীতীয়পতি নীচস্থ বা পাপপীড়িত হলে অথবা অশুভ গ্রহের নক্ষত্রে থাকলে অর্থিক অবস্থা খারাপ থাকায় বিবাহ না ও করতে পারে।

১০ – সপ্তমে অথবা দ্বিতীয়ে অথবা অষ্টমে একাধিক পাপ গ্রহে বিবাহে বাধা পড়ে অথবা বিবাহ হলে ও উভয়ের মধ্যে বিচ্ছেদ বা মৃত্যু ঘটে।

১১ – দ্বিতীয়ে বা সপ্তমে যদি শনি অথবা শুক্র অথবা মঙ্গল অথবা বুধ বক্রী থাকে অথবা দ্বিতীয় পতি এবং সপ্তম পতি বক্রীগ্রহের নক্ষত্রে থাকলে বিবাহ না হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও জানতে Whatsapp করুন 9332679700

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *